উফফফফফফ স্যার…….
মফস্বলে শিক্ষকতার চাকরি পেলো বিহান। চাকরি টা সখের জিনিস। শহুরে ছেলে। বাবার প্রচুর সম্পত্তি। চার-পাঁচ ধরনের ব্যবসা। একমাত্র পুত্র। তবু সখ হলো চাকরি করবে। তাই আর কি!শহর বেশ দূরে। কিছু শিক্ষক শিক্ষিকা আছেন, যারা শহরেই থাকেন। শহর থেকেই আসেন। অনেকে আবার ওই গ্রামেই থাকেন ভাড়াবাড়ীতে। বিহান গ্রামে থাকবে বলে সিদ্ধান্ত …