সতী [১৯]
সতী-২৬(১)রাস্তাঘাট অস্বাভিক খালি মনে হচ্ছে। কাকলি পেরুতে সময় লাগলো না সজীবদের। চোখ বন্ধ করে নেশার ফিলিংস নিচ্ছে নাসির। সজীব রাস্তাঘাট দেখছে একমনে। তার জানা নেই উত্তরা কেন যাচ্ছে নাসির। রেডিসন হোটেল পেরুতেই নাসির আড়মোড়া দিয়ে চোখ খুলল। তারপর তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল-ভদ্র ঘরের মেয়েমানুষ লাগাবা বন্ধু? …