আম্মা, আমি আপনার গন্ধটা নিতে চাই
রমিজ ওযু করে মসজিদের দিকে যেতে যেতে রোমানা বললেন, বৌতোমার ঔষুধ আনতে ভুলে গিয়েছিলাম,নামাজ পরে বাজারের দিকে যাবো আসার সময় ঠিক নিয়ে আসবো ৷রোমানা ধারনা করলো, রাতেও রমিজ ভুলে যাবে!—লাগবে না, এখন একটু ভালো লাগছে ৷—আচ্ছা গেলাম ৷ছেলেটা সেই যে সকালে গেলো, আর খোজ নেই,ফোন নাম্বার তো সেইভ করে দিয়েছে, …