রুদ্রগড়, এক ঐতিহাসিক কাহিনী, পর্ব – ১
রুদ্রগড়, বর্মা সাম্রাজ্যের রাজধানী। সম্রাট চন্দ্রপ্রতাপ বর্মা তেরো বংশ ধরে এই সুবিশাল সাম্রাজ্যে রাজত্ব করছেন। উত্তরে বিশাল বিন্ধ্য পর্বতমালা, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর, পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বে বঙ্গোপসাগর, পূর্বঘাট পর্বতমালা এই সুবিশাল সাম্রাজ্যের সীমান্ত প্রহরী। গৌরপ্রতাপ বর্মা আজ থেকে প্রায় দুশো বছর আগে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তারপর …